ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসএসসি: দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৩৫৩৩, বহিষ্কার ২

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৪, ১৫ নভেম্বর ২০২১  
এসএসসি: দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৩৫৩৩, বহিষ্কার ২

ফাইল ছবি

এসএসসি-সমমান পরীক্ষার দ্বিতীয় দিনে ৯টি শিক্ষা বোর্ডে ২৩ হাজারের বেশি শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

এদিন নকল করা ও নকলে সহযোগিতার জন্য বরিশাল ও কুমিল্লা বোর্ডে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রনালয় থেকে পাওয়া তথ্যমতে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সোমবার প্রথম শিফটে বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং দ্বিতীয় শিফটে হিসাববিজ্ঞান পরীক্ষা হয়। এই দুই বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৩ হাজার ৩৪৯ জন। এর মধ্যে উপস্থিত ছিল ১১ লাখ ৯ হাজার ৭৯৬ জন। এই হিসাবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৫৩৩ জন।

সোমবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রথম শিফটে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ বিষয়ের নয়টি বোর্ডের অধীনে সারাদেশে মোট ২ হাজার ২০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৮ লাখ ৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার অংশ নেওয়ার কথা থাকলেও তাদের মধ্যে ৭ লাখ ৮৫ হাজার ৭৪৬ জন উপস্থিত ছিল। সে হিসেবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার হাজার ৭৩৩ জন।

দ্বিতীয় শিফটে বিকাল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ের নয়টি বোর্ডের অধীনে সারাদেশে মোট ২ হাজার ২০০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

এ পরীক্ষায় ৩ লাখ ২৯ হাজার ৮৭০ জন পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও তাদের মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৫০ জন উপস্থিত ছিল। সে হিসেবে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮২০ জন।

ইয়ামিন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়