ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ৩২৪৭ জন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৪, ১৬ নভেম্বর ২০২১  
এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ৩২৪৭ জন

ফাইল ফটো

এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিন মঙ্গলবার (১৬ নভেম্বর) ৩ হাজার ২৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া, অসদুপায় অবলম্বনের দায়ে ৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডে ৯৫২, চট্টগ্রাম বোর্ডে ২২২, রাজশাহী বোর্ডে ৪১৩, বরিশাল বোর্ডে ১৫৮, সিলেট বোর্ডে ১৫৫, দিনাজপুর বোর্ডে ৪৩৭, কুমিল্লা বোর্ডে ৪৩৪, ময়মনসিংহ বোর্ডে ২৭২ এবং যশোর বোর্ডে ২০৪ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

অসদুপায় অবলম্বনের দায়ে বরিশাল বোর্ডে তিনজন এবং দিনাজপুর বোর্ডে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এবার মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। গত বছর এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। পরীক্ষার্থী বৃদ্ধির হার ৮ দশমিক ৭৬ শতাংশ।

এসএসসি পরীক্ষায় ১৮ লাখ ৯৯৮ জন, দাখিলে ৩ লাখ ১ হাজার ৮৮৭ জন এবং এসএসসি-ভোকেশনালে ১ লাখ ২৪ হাজার ২২৮ জন অংশ নিচ্ছেন। বাংলাদেশ ছাড়াও আটটি দেশে ৪২৯ জন এ পরীক্ষা দিচ্ছেন।

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়