ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

মেডিক্যাল প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ২৫ সেপ্টেম্বর ২০২২  
ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

ইডেন কলেজে সংঘর্ষে আহত দুজনকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে

রাজধানীর ইডেন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষে দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কলেজ মিলনায়তনে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত দুজনকে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

আহত দুজন হলেন—ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার।

আহতদেরকে হাসপাতালে নিয়ে আসেন ইডেন কলেজের শিক্ষিকা নার্গিস। তিনি সাংবাদিকদের বলেন, ‘আহত যে দুজনকে নিয়ে এসেছি, তাদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে। চেয়ার দিয়ে পিটিয়ে এবং চুল ধরে টেনে তাদেরকে নির্যাতন করা হয়েছে।’

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ মো.বাচ্চু মিয়া জানিয়েছেন, ইডেন কলেজে আহত দুজনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

বুলবুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়