ঢাকা     সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ১০ ১৪৩০

‘মালয়েশিয়ার সঙ্গে যৌথ পিএইচডি দিতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ২৫ মে ২০২৩  
‘মালয়েশিয়ার সঙ্গে যৌথ পিএইচডি দিতে পারে বেসরকারি বিশ্ববিদ্যালয়’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেছেন, বাংলাদেশের স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো মালয়েশিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে পিএইচডি ডিগ্রি দিতে পারে।

বৃহস্পতিবার (২৫ মে) ইউজিসিতে এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের (ইএমজিএস) চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে এক সভায় এ কথা বলেন তিনি। ইএমজিএসের চেয়ারম্যান এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত ড. আব্দুর রাজ্জাক প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, এই মুহূর্তে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পিএইচডি ডিগ্রি দেওয়ার সুযোগ নেই। তবে, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণা করতে আগ্রহী। স্থায়ী সনদ পাওয়া প্রথম সারির বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শর্তসাপেক্ষে মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ পিএইচডি ডিগ্রি দিতে পারে। এর মাধ্যমে তাদের গবেষণার দ্বার উন্মোচিত হবে এবং গবেষণার সুযোগ তৈরি হবে। 

যৌথভাবে পিএইচডি ডিগ্রি দেওয়ার বিষয়ে তিনি মালয়েশিয়া সরকারের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের আগ্রহের কথা জানান।

বিশ্বজিৎ চন্দ প্রতিনিধিদলকে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং পড়াশোনার পাশাপাশি চাকরির সুযোগ তৈরির আহ্বান জানান। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের যেন মর্যাদার দৃষ্টিতে দেখা হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন তিনি।

ড. আব্দুর রাজ্জাক বলেন, মালয়েশিয়া উচ্চ শিক্ষা আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করছে। মালয়েশিয়ায় বেশকিছু মানসম্পন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস আছে। মালয়েশিয়া উচ্চ শিক্ষার মান বজায় রাখতে ভিসা প্রক্রিয়া সহজ করা, ট্যালেন্ট হান্ট করাসহ যৌথ পিএইচডি ডিগ্রি দেওয়ার উদ্যোগ নিয়েছে। 

এছাড়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও স্টাফদের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। যৌথ গ্রাজুয়েশন ডিগ্রি ও গবেষণা সহযোগিতা বৃদ্ধি করছে।

সভায় ইউজিসি’র সচিব ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইয়ামিন/রফিক  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়