ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৫৬ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ২৮ মে ২০২৩  
২৫৬ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে সৌদি আরব

ছবি: প্রতীকী

বাংলাদেশের জন্য ২৫৬টি বৃত্তি বরাদ্দ করেছে সৌদি আরব। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য আবেদন নেওয়া হবে।

রোববার (২৮ মে) সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বিষয়টি প্রকাশ করেছে। বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই বৃত্তির বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, শিক্ষা, আইন, রাজনীতি, গণমাধ্যম, ধর্ম ও ভাষা শিক্ষা, কৃষি, কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল- এই ১০ বিষয়ে বৃত্তির আওতায় পড়তে পারবেন। স্নাতক পর্যায়ে পড়তে হলে বয়স হতে হবে ১৭ থেকে ২৫ বছরের মধ্যে। স্নাতকোত্তরের জন্য বয়সসীমা ৩০ এবং পিএইচডির জন্য ৩৫।

বৃত্তির আওতায় ইসলামিক ইউনিভার্সিটি, কিং সৌদ ইউনিভার্সিটি, ইমাম মুহাম্মাদ ইউনিভার্সিটি, তায়েফ ইউনিভার্সিটি, নর্দার্ন বর্ডার ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.shed.gov.bd অথবা সৌদি বৃত্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে https://studyinsaudi.moe.gov.sa/ বিস্তারিত জানা যাবে।

ঢাকা/হাসান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়