ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২৬ মে ২০২৪   আপডেট: ২০:২০, ২৬ মে ২০২৪
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন স্বাস্থ্যসেবা বিভাগের আর্থিক ব্যবস্থাপনা ও অডিট অনুবিভাগের মো. আব্দুস সামাদ।

রোববার (২৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগের এই আদেশ জারি হয়।

মো. আব্দুস সামাদ সরকারের একজন অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সদ্য বিদায়ী মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের স্থলাভিষিক্ত হয়েছেন।

আবদুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্ট্যাডিজ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক (প্রশাসন), বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান, জাতীয় সংসদ সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন।

ঢাকা/হাসান/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়