ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অপমানিত’ হওয়ায় সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৪৪, ২৬ জানুয়ারি ২০২৫
‘অপমানিত’ হওয়ায় সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্স ল্যাব অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলতে গিয়ে অপমানিত হওয়ার অভিযোগ তুলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দেড় শতাধিক শিক্ষার্থী সায়েন্স ল্যাবে অবস্থান নেন। এতে সায়েন্স ল্যাব, নীলক্ষেত মোড় ও এলিফ্যান্ট রোডসহ আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। সায়েন্স ল্যাব মোড় হয়ে হেঁটেও পার হতে ঝক্কি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ। অফিস থেকে বাসায় ফেরার পথে এই যানজটে চরম ভোগান্তিতে পড়েছে চাকরিজীবীরা।  

শিক্ষার্থীদের পাঁচ দাবি

২০২৪-২৫ সেশন থেকেই সাত কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল; শ্রেণীকক্ষের ধারণক্ষমতার বাহিরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না; শিক্ষক-শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করাতে হবে; নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে এবং সবশেষ সাত কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে, মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সঙ্গে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে।

সাত কলেজের ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করে বের করে দেন। এর প্রতিক্রিয়ায় সড়ক অবরোধে নামেন তারা।

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, ‘‘ঢাবি প্রো-ভিসিকে (শিক্ষা) ক্ষমা চাইতে হবে। একইসঙ্গে রাতের মধ্যে মানতে হবে পাঁচ দফা দাবি। যতক্ষণ পর্যন্ত তিনি ক্ষমা না চাইবেন এবং দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত সায়েন্স ল্যাব, নীলক্ষেত সড়ক বন্ধ থাকবে।’’

তিনি বলেন, ‘‘ঢাবির প্রো-ভিসি বাংলাদেশের ভবিষ্যৎ না। আজকের শিক্ষার্থীরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। সাত কলেজ থেকে টাকা ইনকামের পথ বন্ধ হয়ে যাচ্ছে। সেই জ্বালা শিক্ষার্থীদের ওপর উঠিয়ে দেওয়া শিক্ষককে রাস্তায় এসে ক্ষমা চাইতেই হবে। শিক্ষার্থীরা মদ পান করে না। তারা সৎ ও পবিত্র। বাংলাদেশের মানুষকে বলব, প্রো-ভিসিকে অসৌজন্যমূলক আচরণের জন্য রাস্তায় এসে ক্ষমা চাইলে বলুন।’’

আব্দুর রহমান বলেন, ‘‘যেহেতু নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে, তাই ৭ কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির প্রো-ভিসি শিক্ষা এবং কয়েকজন শিক্ষক সাত কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থীকে অপমান করে বের করে দেন। তাই শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়াসহ সবগুলো দাবি রাতের মধ্যে মেনে নিতে হবে। সমাধানের আগ পর্যন্ত নীলক্ষেত-সায়েন্স ল্যাব বন্ধ থাকবে।’’

ঢাকা/রায়হান/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়