আশ্বাসে এনটিআরসিএ নিয়োগবঞ্চিত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দাবি পূরণের আশ্বাসে ১-১২তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিবন্ধনধারী নিয়োগবঞ্চিত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জাতীয় যাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক পরিষদের আহ্বায়ক ও প্রধান সমন্বয়ক জিএম ইয়াছিন।
এ সময় তিনি বলেন, ‘‘শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফরাত আহমেদ চৌধুরী বলেছেন, আমরা আপনাদের কথায় সন্তুষ্ট এবং বিষয়গুলো যাচাই-বাছাই করে দেখেছি। সচিব ও শিক্ষা উপদেষ্টার আশ্বাস দিয়েছেন, আগামী মাসের প্রথম সপ্তাহে নিয়োগের ব্যবস্থা করা হবে। তাই সরকারের এই আশ্বাসের ভিত্তিতে আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের দাবি ভবিষ্যতে না মানা হয় তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’’
ঢাকা/রায়হান/এনএইচ