ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৪:৪৮, ১৫ এপ্রিল ২০২৫
ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

মঙ্গলবার দুপুরে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়

ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।

আহতরা হলেন, ঢাকা কলেজের মানবিক বিভাগের জাফরি (১৭)। সিটি কলেজের বাণিজ্য বিভাগের সামি। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে অবস্থান নেন, আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা জড়ো হন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সামনে। দুই পক্ষই একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তবে কী কারণে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।

এদিকে, দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাবসহ গোয়েন্দা সংস্থার লোকজন সাইন্সল্যাব ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঢাকা/রায়হান/মাকসুদ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়