এবারো থাকছে খাতা পুনঃনিরীক্ষার সুযোগ, যেভাবে করবেন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। এবারো শিক্ষার্থীরা পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার সুযোগ পাবেন। এ আবেদনপ্রক্রিয়া শুরু হবে শুক্রবার (১১ জুলাই)। এ প্রক্রিয়া চলবে আগামী ১৭ জুলাই পর্যন্ত।
পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে শুধু টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এজন্য মোবাইলে টাইপ করতে হবে— RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন ১০১,১০২।
পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।
টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
এছাড়া, মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে লিখতে হবে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের জন্য হবে ‘SSC DHA 123456 2025’। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য বোর্ড কোড হবে MAD এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC। ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানার জন্য ভিজিট করতে হবে www.educationboardresults.gov ওয়েব সাইট।
ঢাকা/হাসান//