ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মায়ের গান নিয়ে আতিক হাসান

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ২ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মায়ের গান নিয়ে আতিক হাসান

বিনোদন প্রতিবেদক : ‘মাধবী কী ছিল গো ভুল’ খ্যাত কণ্ঠশিল্পী আতিক হাসান। জনপ্রিয় এই গান গেয়ে মাত করেছিলেন অসংখ্য সংগীতপ্রেমীদের। এবার ‘মা’ শিরোনামের একটি গান নিয়ে আসছেন তিনি। সুদীপ কুমার দীপের কথায় এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। নিউ ভিশন বিডির ব্যানারে গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও।

‘মা’ গানটিতে আতিক হাসানের সঙ্গে মডেল হয়েছেন মাশরুর, শারমিন আরা স্নেহা, রাহা। এটি পরিচালনা করেন নিউ ভিশন বিডি টিম। খুব শিগগির এ মিউজিক ভিডিওটি নিউ ভিশন বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা যায়।

২০০২ সালে ইথুন বাবুর কথা ও সুরে ‘মাধবী কী ছিল গো ভুল’ শিরোনামে অ্যালবাম নিয়ে গানের ভুবনে হাজির হন আতিক হাসান। প্রথম অ্যালবাম দিয়েই বাজিমাত করেন তিনি। সুপার-ডুপার হিট সেই অ্যালবামের ‘মাধবী কী ছিল গো ভুল’, ‘যখন শুধু মনে পড়ে তোমাকে’, ‘বুঝোনি ভুল করে’ ইত্যাদি গানগুলো ছড়িয়ে পড়ে সারা দেশে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তারপর এই সংগীতশিল্পীর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। তবে মাঝে দীর্ঘদিন সংগীতাঙ্গন থেকে দূরে ছিলেন তিনি।

দেখুন : ‘মা’ গানের টিজার।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়