RisingBD Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ০৪ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ২০ ১৪২৭ ||  ১৭ রবিউস সানি ১৪৪২

ফের ভাইরাল শাহরুখ কন্যা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৮, ১৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের ভাইরাল শাহরুখ কন্যা

বলিউড কিং শাহরুখ খান। অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি এই অভিনেতা জানিয়েছেন, তার বড় ছেলে আরিয়ান খানের অভিনেতা হওয়ার আগ্রহ নেই। তবে বাবার পথে হাঁটতে চান মেয়ে সুহানা। অভিনয় ক্যারিয়ার গড়ার লক্ষ্যে প্রস্তুতিও শুরু করেছেন শাহরুখ কন্যা। ইতোমধ্যে মঞ্চ নাটকে তার অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। পুরস্কারও জিতেছেন। নাচের দক্ষতা বাড়াতে শিখছেন  বেলি ড্যান্স।

বলিউডে পা না রাখলেও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে এখনই বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন সুহানা। প্রায়ই নানা কারণে তার ছবি ভাইরাল হয়। একটি ছবি পোস্ট করে ফের ভাইরাল হয়েছেন তিনি।  

সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা এই ছবিতে দেখা যায়, বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন সুহানা। নিউ ইয়র্কে অভিনয়ের উপর প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। ধারণা করা হচ্ছে, কোনো নাটকের মহড়া করছেন। তার পাশে অন্য শিক্ষার্থীরাও আছেন। ছবিটি পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়।

ইতোমধ্যে ‘দ্য গ্রে পার্ট অব ব্লু’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন সুহানা। ইংরেজি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন থিওডর গিমেনো।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়