RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৮ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৪ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

সেই বান্ধবীকে নিয়ে প্রকাশ্যে আসছেন অর্ণব!

বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১২, ২০ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই বান্ধবীকে নিয়ে প্রকাশ্যে আসছেন অর্ণব!

জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী অর্ণব। তাকে নিয়ে শোবিজ পাড়ায় গুঞ্জন রয়েছে। শোনা যায়- কলকাতার এক রবীন্দ্রসংগীত শিল্পীর প্রেমে মজেছেন তিনি। অস্বীকার না করলেও অর্ণব এ প্রসঙ্গে গণমাধ্যমে কখনও মুখ খোলেননি। 

জানা গেছে- তরুণীর নাম সুনিধি নায়েক। দু’জনকে একসঙ্গে দেখা গেছে বাংলাদেশ-ভারতের বিভিন্ন স্থানে। এবার প্রেম বিষয়েই কথা বলবেন তারা, তবে তা কথা আর সুরের সমন্বয়ে। প্রকাশ হতে যাচ্ছে তাদের প্রেমের গান- ‘তবে থাক’। গানে অর্ণবের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সুনিধি। সুর-সংগীত করেছেন অর্ণব নিজেই।

‘এই আকাশের রঙ, বাতাসে ছড়ায়/ এই বাতাসের ঝরাপাতা, অলেখা অবেলায়/ আজ প্রণয়ের ফাঁদে গড়া, নীল কৃষ্ণচূড়া/ ভেজা প্রণয়ের নিচে, অভিমান পাহাড়ে চূড়া/ তবে থাক, তবে থাক, লেখা থাক, লেখা থাক/ রোদমাখা আবেগের সুতোটা বাঁধা থাক।–এমন কথার গানটি লিখেছেন মানজুরুল শিবলি।

‘তবে থাক’ গানের ভিডিওতে অর্ণব ও সুনিধির সঙ্গে থাকছেন অভিনেত্রী আফসানা মিমি ও অর্চিতা স্পর্শিয়া। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় গানটি প্রকাশ হবে আগামীকাল ২১ নভেম্বর।

 

ঢাকা/রাহাত সাইফুল/তারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়