ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বৃহস্পতিবার ‘হিমুর কল্পিত ডায়েরি’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১০, ১৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বৃহস্পতিবার ‘হিমুর কল্পিত ডায়েরি’

নাট্যদল বাতিঘরের নতুন নাটক ‘হিমুর কল্পিত ডায়েরি’। আগামী ১৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হবে এ নাটকের পঞ্চম প্রদর্শনী। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মুক্তনীল।

নাটকের গল্পের প্রেক্ষাপট প্রসঙ্গে এ নির্দেশক জানান, ২০১৩ সালে রানা প্লাজা ধসে সহস্রাধিক পোশাকশ্রমিক নিহত হন। হিমুর মতো যাঁরা স্বেচ্ছাসেবক, তাঁরা ১৫ দিন ধরে দায়িত্ব পালন করেছেন, তাঁদের মানসিক সুস্থতার কোনো দায়ভার রাষ্ট্র নেয়নি। সেই কথা আবার স্মরণ করিয়ে দেবে এই নাটক।

রানা প্লাজা ধসের স্বেচ্ছাসেবক নওশাদ হাসান হিমু গত ২৪ এপ্রিল গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেন। হয়তো বিচার না হওয়ার ক্ষোভ ছিল তাঁর, তাই তাজরীনের আগুনের মতো, নিমতলীর মতো, নুসরাতের আগুনের মতো মৃত্যু বেছে নেন তিনি। এমন কথাই নাটকে বলা হয়েছে বলে জানান তিনি।

‘হিমুর কল্পিত ডায়েরি’ নাটকে একক অভিনয় করছেন সাদ্দাম রহমান। সংগীত পরিকল্পনা করেছেন মুহিয়ান অঞ্জন, আলোক পরিকল্পনায় তানজিল আহমেদ।

 

ঢাকা/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়