ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করি: অক্ষয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫১, ৪ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শাড়িতে স্বাচ্ছন্দ্যবোধ করি: অক্ষয়

জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমার। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে পর্দায় বিভিন্নরূপে হাজির হয়েছেন। তার পরবর্তী সিনেমা লক্ষ্মী বোম্ব। এতে এই অভিনেতাকে একজন রূপান্তরকামীর চরিত্রে দেখা যাবে।

ইতোমধ্যে লক্ষ্মী বোম্ব সিনেমায় তার লুক প্রকাশ করেছেন অক্ষয়। এতে শাড়ি পরা অবস্থায় দেখা গেছে তাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাড়ি পরে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

অক্ষয় কুমার বলেন, আমি শাড়ি পরে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং শুটিংয়ে কোনো সমস্যা হয়নি। এই ধরনের বিষয়গুলো করতে আমার ভালোই লাগে। আমার অভিনয় করা সবচেয়ে কঠিন চরিত্র এটি। এর জন্য আমার স্বভাব ও বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আনতে হয়েছে।

২০১১ সালে মুক্তি পাওয়া তামিল ভাষার কাঞ্চানা সিনেমার হিন্দি সংস্করন লক্ষ্মী বোম্ব। এই সিনেমা পরিচালনা করছেন রাঘব লরেন্স। তামিল সিনেমাটিও তিনিই পরিচালনা করেছেন। এটি প্রযোজনা করছে অ্যা কেপ অব গুড ফিল্মস প্রোডাকশন, সাবিনা এন্টারটেইনমেন্ট, তুষার এন্টারটেইনমেন্ট হাউস। পরিবেশনায় রয়েছে ফক্স স্টার স্টুডিওস। আগামী ২২ মে এই সিনেমা মুক্তির কথা রয়েছে।

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়