ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কণিকার মরার ওপর খাঁড়ার ঘা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৭, ২১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কণিকার মরার ওপর খাঁড়ার ঘা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ‘বেবি ডল’ গানখ্যাত বলিউড গায়িকা কণিকা কাপুর। কিন্তু এর মধ্যেই তার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা!

সম্প্রতি যুক্তরাজ্য থেকে লাখনৌ ফেরেন এই গায়িকা। করোনার উপসর্গ দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি কোভিড-১৯ পরীক্ষায় পজেটিভ হন। জানা গেছে, যুক্তরাজ্য থেকে ফিরে বিভিন্ন পার্টিতে অংশ নিয়েছেন কণিকা। এছাড়া ভ্রমণের বিষয়ে তথ্য গোপন করেছেন বলেও অভিযোগ উঠেছে। করোনাভাইরাস বিষয়ে অবেহলা দায়েই তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

লাখনৌয়ের পুলিশ কমিশনার সুজিত পান্ডে খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এই এফআইআর দায়ের করেছেন লাখনৌয়ের প্রধান মেডিক্যাল অফিসার। কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৮৮, ২৬৯, ২৭০ ধারায় সারোজিনি নগর থানায় অভিযোগটি দায়ের হয়েছে। পাশাপাশি গত ১১ মার্চ পার্টিতে হাজির হওয়ায় আরো দুটি থানায় এই গায়িকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলছে।

এদিকে করোনাভাইরাস নিয়ে অবহেলা করায় অনেকে এই গায়িকাকে দুষছেন। এর মধ্যে অনেক তারকাও রয়েছেন। যদিও তার বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে কণিকা বলেন, ‘আমি কোনো পার্টির আয়োজন করিনি। শুধু একটি জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছি। সেখানে কিছু রাজনৈতিক ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে একজন দুশ্যন্ত সিং। কিন্তু যেমনটা বলা হচ্ছে, অনেক মানুষের সমাগম বিষয়টি তা নয়। এটি ছোট একটি অনুষ্ঠান এবং আমি সেখানে অতিথি হিসেবে গিয়েছি। কোনো পার্টির আয়োজন করিনি। এজন্য কারা সেই পার্টিতে ছিলেন আমি স্বাস্থ্য কর্মকর্তাকে সেই তালিকা দিয়েছি।’

তিনি আরো বলেন, ‘আমার এক বন্ধুর মাধ্যমে স্থানীয় একটি হাসপাতালে রক্তে ভাইরাস রয়েছে কিনা তা পরীক্ষার সিদ্ধান্ত নিই। সে আমাকে স্থানীয় স্বাস্থ্য প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করতে বলে। যখন হেল্পলাইনে যোগাযোগ করি, তারা আমার উপসর্গ শুনে জানায়, এটি সাধারণ সর্দি-কাশি। কিন্তু আমি জোরাজুরি করার পর তারা রক্ত পরীক্ষার জন্য লোক পাঠানোর সিদ্ধান্ত নেয়। আমার মনে হয়েছে এর সঙ্গে সংশ্লিষ্টরা বিষয়টি হালকাভাবে নিয়েছে কিন্তু আমি জোর করেছি। তিন দিন পর তারা আমার রক্ত পরীক্ষার জন্য লোক পাঠায়। এই সময় আমি ঘরের মধ্যেই ছিলাম। যখন থেকে অসুস্থবোধ করেছি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন বলুন অবহেলা কে করেছে?’

করোনায় আক্রান্ত হওয়া প্রথম বলিউড তারকা কণিকা। গতকাল শুক্রবার কোভিড-১৯ ভাইরাসে পজেটিভ হওয়ার খবর জানিয়ে ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি লেখেন, ‘আমি কোভিড-১৯ টেস্ট করিয়েছি এবং এটি পজেটিভ এসেছে। আমি ও আমার পরিবার সম্পূর্ণ কোয়ারেন্টাইনে আছি এবং চিকিৎসকের পরামর্শ মতো চলছি। আমার সংস্পর্শে আসা ব্যক্তিরাও একই অবস্থায় আছেন। দশ দিন আগে বিমানবন্দনে আমাকে নিয়মমাফিক স্ক্যান করা হয় এবং আমি বাড়ি ফিরি। চার দিন আগে আমার উপসর্গগুলো দেখা দেয়।’

এছাড়া সবাইকে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে এই গায়িকা লেখেন, ‘আমি এখন ঠিক আছি। স্বাভাবিক সর্দি-কাশি ও হালকা জ্বর রয়েছে। তবে আমাদের আরো সতর্ক হতে হবে এবং চারপাশে থাকা মানুষের কথা ভাবতে হবে। কেন্দ্র সরকার, রাজ্য ও স্থানীয় বিশেষজ্ঞদের পরামর্শ মেনে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি। সকলের সুস্থতা কামনা করছি।’

 

ঢাকা/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়