ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবা-মুরাদের ঘরে নতুন অতিথি স্বরবর্ণ

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৮ অক্টোবর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাবা-মুরাদের ঘরে নতুন অতিথি স্বরবর্ণ

সোহানা সাবা এবং সদ্যজাত শিশু পুত্র স্বরবর্ণ

বিনোদন প্রতিবেদক : টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী সোহানা সাবা মা হয়েছে। ১৮ অক্টোবর শনিবার সকাল সাড়ে সাতটায় রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সাবা। তার পরিবার সূত্রে জানা গেছে, মা ও ছেলে দুজনই সুস্থ আছেন।


প্রথম সন্তানের মা হলেন সাবা। সোহানা সাবা ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের প্রথম সন্তানের নাম রাখা হয়েছে স্বরবর্ণ। স্বরবর্ণ-এর বাবা মা সবার কাছে ছেলের জন্য দোয়া কামনা করছেন।’


ইবনে সিনা হাসপাতালে চিকিৎসক নাহরীন আখতারের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় সাবার।


সম্প্রতি সোহানা সাবা অভিনীত নতুন চলচ্চিত্র বৃহন্নলা ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই ছবির মধ্য দিয়ে পাঁচ বছর পর বড় পর্দায় ফেরেন সাবা। ছবিটি পরিচালনা করেন সাবার স্বামী মুরাদ পারভেজ।

 



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৪/রাশেদ শাওন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়