ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন জীবনে স্বাগতা

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন জীবনে স্বাগতা

রাশেদ জামান ও স্বাগতা

বিনোদন প্রতিবেদক : নতুন জীবনে পা দিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন স্বাগতা। ২৩ সেপ্টেম্বর রাতে স্বাগতাদের মগবাজারের বাসার ছাদে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

 

ভালোবাসার মানুষ রাশেদ জামানের সঙ্গে চলতি বছরের মে মাসে আংটি বদল করেন এ অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। ভালোবাসার মানুষ রাশেদ জামানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ায় তিনি বেশ খুশি বলে জানিয়েছেন।

 

আগামী বছরের ফেব্রুয়ারিতে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান স্বাগতা।

 

রাশেদ জামান দেশের খ্যাতিমান চিত্রগ্রাহক। তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যায় পড়াশোনা করেছেন তিনি। আট বছর আগে দেশে ফিরে ক্যামেরার পেছনে কাজ শুরু করেন। অমিতাভ রেজা নির্মিত বেশিরভাগ বিজ্ঞাপনচিত্রের চিত্রগ্রাহক রাশেদ জামান। সম্প্রতি তিনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন।

 

 


রাইজিংবিডি/ঢাকা/২৪ সেপ্টেম্বর ২০১৫/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়