ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাহির হলুদসন্ধ্যা

আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ২৫ মে ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাহির হলুদসন্ধ্যা

বিনোদন ডেস্ক : গতকাল মঙ্গলবার বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এ খবর নতুন নয়। তবে বিয়ের অনুষ্ঠানের কোনো স্থিরচিত্র গতকাল প্রকাশিত না হলেও আজ তা প্রকাশ পেয়েছে।

 

গতকাল মঙ্গলবার রাতে (২৪ মে) উত্তরায় মাহির বাসায় ঘরোয়া আয়োজনে অনেকটা সাদামাটাভাবেই শেষ হয়েছে তার গায়ে হলুদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার কাছের বন্ধুরা।

মাহির বান্ধবী ফাহমিদা রুপন্তী মৌ তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মাহির গায়ে হলুদের কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন। এতে মাহির গায়ে হলুদের কিছু সময় ফ্রেমবন্দি হয়েছে।  

গত ১২ মে গোপনে মাহি ও পারভেজ মোহাম্মদ অপুর বাগদান সম্পন্ন হয়। অনেকদিন ধরে তাদের মধ্যে সম্পর্ক থাকলেও পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছে। আজ বুধবার, নগরীর উত্তরায় একটি রেস্টুরেন্টে স্বামীকে নিয়ে সাংবাদিকদের বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানাবেন মাহি।

এরপর আগামী ২৪ জুলাই সিলেটে ওয়ালিমা (বৌ-ভাত) সম্পন্ন হবে বলে জানা গেছে।

 


রাইজিংবিডি/ঢাকা/ ২৫ মে ২০০১৬/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়