নতুন ভিডিও গান নিয়ে আসছেন খালেদ মুন্না
রাশেদ শাওন || রাইজিংবিডি.কম
দ্বীপ, খালেদ মুন্না ও সিফাত
বিনোদন প্রতিবেদক
ঢাকা, ৬ জানুয়ারি : ‘আমি শুধু বাসব ভালো তুই দিবি রে যন্ত্রণা, তোর ভাবনা-চিন্তা সখি মন্দ নারে মন্দ না’ শিরোনামে একটি গান গাইলেন খালেদ মুন্না।
হাসিবুর রেজা কল্লোল এর লেখা গানটির কথায় সুর করেছেন খালেদ মুন্না নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মহিদুল হাসান মন।
সম্প্রতি মাইক্রোফোন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। সুন্দর গল্প অবলম্বনে গানটির ভিডিও চিত্রও নির্মাণ করা হয়েছে। এতে অভিনয় করেছে নাইরোজ সিফাত ও দ্বীপ ।
শিগগিরই দেশের বিভিন্ন টিভি চ্যানেলে গানটি প্রচার করা হবে বলে জানিয়েছেন ভিডিও চিত্র নির্মাতা সৈকত রেজা। এদিকে গানটি নিয়ে বেশ আশাবাদী খালেদ মুন্না।
এ প্রসঙ্গে তিনি বলেন, হৃদয় ছোঁয়া অনেক সুন্দর কিছু কথা নিয়ে গানটি তৈরি করা হয়েছে। গানটির কথা, সুর ও সংগীত সহজেই শ্রোতাদের হৃদয় ছুয়ে যাবে। আশা করছি সবার কাছে গানটি ভালো লাগবে।
রাইজিংবিডি / রাশেদ শাওন
রাইজিংবিডি.কম