ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

শিল্পীর পাশে প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৪:৩১, ২২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিল্পীর পাশে প্রধানমন্ত্রী

শিল্পীদের দুঃসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় তাদের পাশে দাঁড়িয়েছেন। এরই মধ্যে অনেক শিল্পীর চিকিৎসা ও আর্থিক সংকটে অর্থ সহায়তা করেছেন তিনি।

এবার সংগীতশিল্পী নমিতা ঘোষের চিকিৎসার জন্য ২১ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী। আজ (২২ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী নমিতা ঘোষ সশরীরে উপস্থিত হতে না পারায় এই অর্থ তার পরিবারে কাছে পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্যানসার ও চোখের জটিলতায় ভুগছেন নমিতা ঘোষ।

মহান স্বাধীনতা যুদ্ধের সময় গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা ও সাহস ‍জোগান নমিতা ঘোষ। গান গেয়ে মুক্তিযোদ্ধাদের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন তিনি। মাত্র ১৪ বছর বয়সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে পরোক্ষোভাবে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন এই শিল্পী।

 

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়