ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘কোর্ট আমার নিয়তি, জেল আমার জায়গা’

প্রকাশিত: ১৬:২৫, ১২ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৬:২৬, ১২ সেপ্টেম্বর ২০২০
‘কোর্ট আমার নিয়তি, জেল আমার জায়গা’

‘একের পর এক মামলায় হাজিরা দিতে হবে। এসব মামলার কি মানে জানি না। রাগ উঠে গেলে হয়তো জেলেই চলে যাবো।  গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী সংগঠন আপনারা ভালো থাকুন। লাভ খুঁজুন যেভাবে সুবিধা হয়। আমি একফোঁটা শিশিরের মতো মিলিয়ে যাবো।’

কথাগুলো এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের। তিনি ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন। আরো লিখেছেন: ‘কোর্ট আমার নিয়তি, জেল আমার জায়গা। আপনারা ভালো থাকুন। অপমানিত হওয়া এই দেশে খুব সহজ, সম্মানিত হওয়ার চেষ্টা অবান্তর। ভালোবাসা অবিরাম।’

এদিকে আসিফের এই স্ট্যাটাসের একদিন পর ওপার বাংলার সংগীতশিল্পী কবীর সুমন তার ফেসবুক পেইজে সংহতি প্রকাশ করে লিখেছেন: ‘বাংলাদেশের শিল্পী, আমার গর্ব আসিফ আকবরের সঙ্গে আমার সংহতি। যত মামলা তত গান। ভারত তাঁকে ভিসা দেয় না। আমি এক বাঙালি, যে ভারতের নাগরিক। ১৬ বছর ভিসা না পাওয়া আসিফ আকবরের জন্য আমি গান তৈরি করে চলেছি, যে গানগুলো তাঁর কাছে পৌঁছে যাবে। তিনি গাইবেন। সেই গান বাংলাদেশের নাগরিকদের সঙ্গে ভারতের নাগরিকরাও শুনবেন। গানের ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না। আসিফ আকবরের সঙ্গে আমি সংগীত ও বাংলা ভাষার সংহতিতে!’

উল্লেখ্য যে, ২০১৮ সালের ৪ জুন সন্ধ্যায় গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন তেজগাঁও থানায় আসিফের বিরুদ্ধে মামলা করেন। সে মামলায় কারাগারেও যেতে হয় আসিফকে।

ঢাকা/রাহাত সাইফুল/তারা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়