ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউটিউব ট্রেন্ডিং লিস্টে সেরা ‘বাবু খাইছো?’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৯, ২০ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২০

ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে সেরার জায়গা করে নিয়েছে আলোচিত একক নাটক ‘বাবু খাইছো?’। গত ১১ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তি পায় নাটকটি। এরই মধ্যে এর ভিউ দাঁড়িয়েছে ৩০ লাখের বেশি।

এ নাটকে ‘বাবু খাইছো?’ শিরোনামে একটি গানও ব্যবহার করা হয়েছে। মূলত নাটকটির শিরোনাম সংগীত তুমুল আলোচনার জন্ম দিয়েছে। গানটি গেয়েছেন মীর মারুফ। তিনি ডিজে মারুফ নামে অধিক পরিচিত। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫০ লাখ। ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে গানটির অবস্থান এখন নবম।

আরো পড়ুন:

প্রত্যয় হাসানের রচনা ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছে ঈগল টিম। এই টিমের অন্যতম সদস্য আলম আশরাফ। বিস্ময় প্রকাশ করে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে ‘বাবু খাইছো?’ নাটক ও টাইটেল সং ভাইরাল হয়। এবার নাটকটি ইউটিউব বিডির ট্রেন্ডিং লিস্টে এক নম্বরে জায়গা করে নিয়েছে। আমাদের জন্য এটি সত্যিই আনন্দের বিষয়। ভাবতেই পারিনি, এত অল্প সময়ে কাজটি এত আলোচিত হবে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আফজাল সুজন, সুপ্ত, শুভ, ঈশানা, রকি খান, নাবিলা আলম পলিন, লাবণ্য চৌধুরী প্রমুখ। প্রযোজনা করেছেন কচি আহমেদ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়