ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অনন্ত জলিলকে বয়কট করলেন শাওন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১১ অক্টোবর ২০২০   আপডেট: ১৬:৫৬, ১১ অক্টোবর ২০২০
অনন্ত জলিলকে বয়কট করলেন শাওন

নারীদের পোশাক নিয়ে মন্তব্য করায় বিতর্কের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক অনন্ত জলিল। এরই মধ্যে তার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নেটিজেনরা।

এবার অনন্ত জলিলকে বয়কট করলেন জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন। রোববার (১১ অক্টোবর) বেলা ৩টার দিকে এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বয়কটের ঘোষণা দেন।

আরো পড়ুন:

বয়কটের ঘোষণা দিয়ে শাওন লিখেন—আমি মেহের আফরোজ শাওন। বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেওয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।

শাওনের এ পোস্টে সহমত জ্ঞাপন করেছেন ছোট পর্দার বেশ কজন অভিনয়শিল্পী। এ তালিকায় রয়েছেন—লাক্স তারকা অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জিনাত হোসাইন, অভিনেত্রী শাহনাজ খুশি, শ্রাবণ্য তৌহিদা প্রমুখ।

সমকালীন ধর্ষণ কাণ্ড নিয়ে সারা দেশের মানুষ ক্ষোভ উগড়ে দিচ্ছেন। এখনো প্রতিবাদ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোবিজ অঙ্গনের অনেক তারকাই নিজেদের ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন—চিত্রনায়ক শাকিব খান, জয়া আহসান, মেহের আফরোজ শাওন, চঞ্চল চৌধুরী প্রমুখ। অন্য তারকাদের মতো সমকালীন ধর্ষণ কাণ্ড নিয়ে কথা একটি ভিডিও বার্তা পোস্ট করেন অনন্ত। আর এতে নারীদের পোশাক নিয়ে কথা বলতে গিয়ে এই বিড়ম্বনায় পড়েছেন অনন্ত।

অনন্ত তার বক্তব্যে বলেন—দেশের সমস্ত মেয়েদের উদ্দেশ্যে একজন ভাই হিসেবে বলতে চাই—সিনেমা, টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় অন্যান্য দেশের মেয়েদের অশ্লীল ড্রেসআপ দেখে নিজেরা তা অনুসরণ করার চেষ্টা করো। আর অশালীন কাপড় পরে বের হও। আল্লাহ তা’আলা তোমাদের যে চেহারা দিয়েছেন, তার দিকে বখাটেরা না তাকিয়ে তখন তোমাদের ফিগারের দিকে তাকায়। আর বিভিন্নভাবে তোমাদের উদ্দেশ্যে মন্তব্য করে। সেখান থেকে ধর্ষণ করার চিন্তা তাদের মাথায় আসে। আশালীন কাপড় পরে তোমরা নিজেকে কি মর্ডান মনে করো?

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়