RisingBD Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৬ ১৪২৭ ||  ০৫ জমাদিউস সানি ১৪৪২

কবে শেষ হবে ‘কেজিএফ টু’ সিনেমার শুটিং?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ২৫ নভেম্বর ২০২০  
কবে শেষ হবে ‘কেজিএফ টু’ সিনেমার শুটিং?

‘রকিং স্টার’খ্যাত কন্নড় অভিনেতা যশ অভিনীত সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার টু’ বা ‘কেজিএফ টু’। চলতি বছর এই সিনেমা মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে শুটিং বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

এদিকে বহুল প্রতীক্ষিত সিনেমাটির শেষ শিডিউলের শুটিংয়ে অংশ নিতে বুধবার (২৫ নভেম্বর) হায়দরাবাদ পৌঁছেছে ‘কেজিএফ টু’ টিম। আগামী মাসের মাঝামাঝি নাগাদ এই সিনেমার শুটিং শেষ করার পরিকল্পনা করছেন নির্মাতারা।

এ প্রসঙ্গে একটি সূত্র পিংকভিলা ডটকমে বলেন, ‘এটি সিনেমার শেষ শিডিউল। যশ বুধবার হায়দরাবাদে যাবেন। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত শুটিং চলবে। মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুটিং শেষ হচ্ছে। যশসহ সবাই অনেক খুশি।’

‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমাটিতে প্রধান খল চরিত্র আধীরার ভূমিকায় অভিনয় করছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। আগামী ১৪ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটিতে ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘কেজিরএফ: চ্যাপটার ওয়ান’ সিনেমার সিক্যুয়েল। প্রথম সিনেমাটি মুক্তির পর দর্শক-সমালোচকদের বেশ প্রশংসা কুড়ায়। এছাড়া বক্স অফিসে বাজিমাতের পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। এটির মাধ্যমে বিশেষ খ্যাতি পান অভিনেতা যশ।

ঢাকা/মারুফ

সর্বশেষ

পাঠকপ্রিয়