Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৮ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৫ ১৪২৮ ||  ০৫ রমজান ১৪৪২

আসছে প্রতীক্ষিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র টিজার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪১, ৪ জানুয়ারি ২০২১   আপডেট: ১৮:০৬, ৪ জানুয়ারি ২০২১
আসছে প্রতীক্ষিত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র টিজার

বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার টু’ বা ‘কেজিএফ টু’। গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠানিকভাবে জানানো হয়, ২৩ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে। কিন্তু করোনা সংকটের কারণে পিছিয়ে যায় সিনেমাটির শুটিং। করোনা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ার পর শুটিং শুরু করেন নির্মাতারা। অবশেষে ঘোষণা এলো আগামী ৮ জানুয়ারি আসছে এ সিনেমার টিজার।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকেলে ‘কেজিএফ’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ৮ জানুয়ারি সকাল ১০টা ১৮ মিনিটে হাম্বল ফিল্মসের ইউটিউব চ‌্যানেলে ‘কেজিএফ ২’-এর টিজার মুক্তি পাবে।

‘কেজিএফ: চ্যাপ্টার টু’ সিনেমায় চমক হিসেবে থাকছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। আধীরা চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত নীল। সঞ্জয়-যশ ছাড়াও এতে অভিনয় করছেন— অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ: চ্যাপ্টার ওয়ান’। দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে। শুধু তাই নয়, বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। প্রথম কন্নড় ভাষার সিনেমা হিসেবে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে এটি। এ সিনেমার মাধ্যমে বিশেষ তারকা খ্যাতি লাভ করেন যশ।

ঢাকা/আরিফ/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়