Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০৯ মার্চ ২০২১ ||  ফাল্গুন ২৪ ১৪২৭ ||  ২৪ রজব ১৪৪২

নিজের ডিজাইন করা কস্টিউমে সাজলেন পরী

প্রকাশিত: ১৮:১৮, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ১৯:৩৪, ২০ জানুয়ারি ২০২১
নিজের ডিজাইন করা কস্টিউমে সাজলেন পরী

ঢাকাই চলচ্চিত্রের গ্ল্যামার কন্যা পরীমনি। চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় দেখে মুগ্ধ হন দর্শক। ফ্যাশন সচেতন হিসেবেও তার খ্যাতি রয়েছে। মাঝে মাঝে নিজের পোশাক নিজেই ডিজাইন করেন।

বর্তমানে ‘মুখোশ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন পরীমনি। এতে তাকে ভিন্ন লুকে দেখা যাবে। বিশেষ এই লুক ফুটিয়ে তুলতে নিজের কস্টিউম নিজেই ডিজাইন করেছেন।

ইফতেখার শুভ পরিচালিত ‘মুখোশ’ সিনেমা চলতি অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে। সাভারে এর প্রথম লটের শুটিং চলছে। এ সিনেমায় পরীমনি তার লুকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘ইফতেখার আমি কিন্তু কিছুই জানি না, আপলোড হয়ে গেল। কিন্তু কস্টিউম ডিজাইন বাই মি।’

‘মুখোশ’ সিনেমায় পরীর বিপরীতে অভিনয় করছেন রোশান। পাশাপাশি এ সিনেমার রহস্যময় একটি চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—ফারুক আহমেদ ও ইরেশ যাকের প্রমুখ। এ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে ইফতেখার শুভর।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়