ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বাহুবলি টু’র রেকর্ড ভাঙতে পারল না ‘ট্রিপল আর’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৯, ১৭ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৫:৫৭, ১৭ ফেব্রুয়ারি ২০২১
বাহুবলি টু’র রেকর্ড  ভাঙতে পারল না ‘ট্রিপল আর’

এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘বাহুবলি’। দুটি পর্বে  মুক্তি পাওয়া এই সিনেমা ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি বেশ কয়েকটি রেকর্ডও গড়ে।

নির্মাতা রাজামৌলি এবার তৈরি করছেন ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। তবে থিয়েট্রিক্যাল স্বত্বের দিক থেকে প্রভাস অভিনীত ‘বাহুবলি-দ্য কনক্লুশন’ বা ‘বাহুবলি টু’ সিনেমাটির রেকর্ড ভাঙতে পারেনি এটি।

টলিউড ডটনেটের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ট্রিপল আর’ সিনেমার তামিলনাড়ু অঞ্চলের থিয়েট্রিক্যাল স্বত্ব ৪২ কোটি রুপিতে বিক্রি হয়েছে। এটি কিনেছে লায়কা প্রোডাকশন। এর আগে ‘বড়া চেন্নাই’, ‘দরবার’, ‘টু পয়েন্ট জিরো’সহ অনেক বিগ বাজেটের সিনেমার পরিবেশক হিসেবে কাজ করেছে তারা। অপর দিকে ‘বাহুবলি- দ্য কনক্লুশন’ সিনেমার স্বত্ব বিক্রি হয়েছিলে ৪৭ কোটি রুপিতে।

এর আগে শোনা যায়, স্টার নেটওয়ার্ক ‘ট্রিপল আর’ সিনেমার স্যাটেলাইট স্বত্ব নিতে ২০০ কোটি রুপির অবিশ্বাস্য প্রস্তাব দিয়েছে। স্টার নেটওয়ার্কের টিভির প্রচার অনেক বেশি। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষার দর্শকও রয়েছেন। ডিজিটাল স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও তাই। ডিজনি প্লাস হটস্টার ভারতের সবচেয়ে বেশি সাবস্ক্রাইব করা প্ল্যাটফর্ম। এ কারণেই স্টার নেটওয়ার্কের কর্মকর্তারা উচ্চমূল্য দিতে রাজি হয়েছেন। তারা মনে করছেন, টিভি ও অনলাইনে বিভিন্ন ভাষায় বিপুল পরিমাণ দর্শক এটি উপভোগ করবেন।

‘ট্রিপল আর’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন—জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় দেবগন। পাশাপাশি রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদেরও দেখা যাবে। আগামী ১৩ অক্টোবর ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়