ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬০০ পর্বে ‘মান অভিমান’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২১  
৬০০ পর্বে ‘মান অভিমান’

‘মান অভিমান’ নাটকের দৃশ্য

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। ৬০০ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে নাটকটি। আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নাটকটির ৬০০তম পর্ব প্রচার হবে।

২০১৯ সালের ৫ জানুয়ারি নাটকটির প্রথম পর্ব প্রচার হয়। দীর্ঘ এই পথ অতিক্রম করেও ধারাবাহিকটি দর্শকপ্রিয়তায় শীর্ষে রয়েছে। বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর অনুপ্রেরণায় নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন নাসিমুল হাসান। সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। পরিচালনা করেছেন আশিস রায়।

আরো পড়ুন:

‘মান অভিমান’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, সানজিদা ইসলাম, শিবলী নওমান, কাজী রাজু, মিলি বাশার, ইমিলা হক প্রমুখ।

নাটকটির লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম জাহিদ বলেন—৬০০ পর্বের দীর্ঘ যাত্রায় সঙ্গে থাকার জন্য শিল্পী, কলাকুশলী ও দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়