ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

এটিএম ভাই এই অঙ্গনের ডিকশনারি ছিলেন: সালাউদ্দিন লাভলু

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০৭:৪৩, ২১ ফেব্রুয়ারি ২০২১
এটিএম ভাই এই অঙ্গনের ডিকশনারি ছিলেন: সালাউদ্দিন লাভলু

এটিএম শামসুজ্জামানের মৃত্যুতে শোকস্তব্ধ ভক্তকুল। আমাদের সংস্কৃতির আকাশে হিরণ্ময় দ্যুতিতে দীপ্যমান নক্ষত্রপ্রতিম এই অভিনেতার প্রয়াণে বেদনাবিধুর চলচ্চিত্রাঙ্গন। সংশ্লিষ্টরা বলছেন- এ এক অপূরণীয় ক্ষতি।

এটিএম শামসুজ্জামান অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন ৫০ বছরেরও বেশি সময়। এ শতকের শুরুতে চলচ্চিত্রে অশ্লীলতার কালো ছায়া নেমে এলে এটিএম শামসুজ্জামান টেলিভিশন নাটকে নিয়মিত হন। এ সময় তিনি দীর্ঘদিন কাজ করেছেন অভিনেতা, নির্মাতা সালাউদ্দিন লাভলুর সঙ্গে।

সেসব দিনের স্মৃতিচারণ করে রাইজিংবিডিকে সালাউদ্দিন লাভলু বলেন, ‘এটিএম ভাইয়ের সঙ্গে আমার কাজের শুরু ২০০২ সাল থেকে। তারপর একটানা, একসঙ্গে, একযুগ কাজ করেছি। আমার মনে হয় এটিএম ভাই এই অঙ্গনের ডিকশনারি ছিলেন। আমাদের অগ্রজ, তারও অগ্রজরা কীভাবে কাজ করতেন, তাদের আদর্শ কী ছিল, একজন শিল্পীর কী গুণাবলী থাকা উচিত এসব বিষয়ে বছরের পর বছর এটিএম ভাইয়ের কাছে শুনেছি জেনেছি শিখেছি।’

সালাউদ্দিন লাভলুর চলচ্চিত্র নির্মাণের পেছনে বড় ভূমিকা রয়েছে এটিএম শামসুজ্জামানের। সেকথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাকে তিনি কী পরিমাণ স্নেহ করতেন, ভাষায় প্রকাশ করতে পারব না। অনেককে বলেছেন- তোমরা লাভলুর সঙ্গে কাজ করো। আমি মোল্লাবাড়ির বউ চলচ্চিত্র নির্মাণ করি। এই সিনেমা নির্মাণের জন্য এটিএম ভাই আমাকে এক প্রকার ধরে আনেন। কারণ তিনি চাইছিলেন- আমি যেন চলচ্চিত্র নির্মাণ করি।’

এটিএম শামসুজ্জামানের প্রস্থান দেশীয় সাংস্কৃতিক অঙ্গনে বিশাল শূন্যতা। এ প্রসঙ্গে সালাউদ্দিন লাভলু বলেন, ‘আমাদের মাথার উপর থেকে এক এক করে এরকম গুণীজন, মহীরূহ মানুষ আমরা হারিয়ে ফেলছি। এটা ২০২০ সাল থেকে শুরু হয়েছে। একজন এটিএম শামসুজ্জামান যে প্রক্রিয়া ও অভিজ্ঞতার মধ্য দিয়ে তৈরি হয়েছিলেন তা বিশাল। সামাজ, রাজনীতি, সংস্কৃতিসহ নানাবিধ বিষয়ে প্রচণ্ড জ্ঞানী একজন মানুষ ছিলেন এটিএম ভাই।’

এটিএম শামসুজ্জামান নাটক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক অঙ্গনের এমন একজন মানুষ যে বাংলাদেশের সমস্ত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান পেয়েছেন। এরকম ভাগ্য খুব কম অভিনেতারই হয় বলে মনে করেন সালাউদ্দিন লাভলু।

শান্ত/তারা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়