ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন 

জ‌্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:০৬, ২০ ফেব্রুয়ারি ২০২১
এটিএম শামসুজ্জামানের প্রথম জানাজা সম্পন্ন 

একুশে পদকপ্রাপ্ত খ‌্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২০ ফেব্রয়ারি) বাদ জোহর নারিন্দায় পীর সাহেব বাড়ি জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আসর সূত্রাপুর বাজার জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে জুরাইন কবরাস্থানে তাকে দাফন করা হবে

আজ সকাল ৯টার দিকে রাজধানীর সূত্রাপুরে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

আরো পড়ুন:

১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এটিএম শামসুজ্জামান। তিনি পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক লাভ করেন এই শিল্পী।

ঢাকা/রাহাত সাইফুল/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়