ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্ত্রীর সঙ্গে লাইভে এসে সিনেমা ছাড়ার কারণ জানালেন শাকিল খান

প্রকাশিত: ১৬:৩৮, ২২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২১
স্ত্রীর সঙ্গে লাইভে এসে সিনেমা ছাড়ার কারণ জানালেন শাকিল খান

‘আমার ঘর আমার বেহেশত’ খ্যাত চিত্রনায়ক শাকিল খান। দীর্ঘদিন তাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না। তিনি এখন নিজের ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন শাকিল খান। তারপর অজানা কারণেই চলচ্চিত্রাঙ্গন থেকে বিদায় নেন এ চিত্রনায়ক।

এবার স্ত্রীর সঙ্গে লাইভে এসে জানালেন চলচ্চিত্র ছেড়ে দেয়ার কারণ। কেন তিনি এখন আর সিনেমায় অভিনয় করেন না? লাইভে দর্শকের এমন প্রশ্নের জবাবে শাকিল খান বলেন, ‘কারণ দেখাতে হলে অনেক কথা বলতে হয়। আপনারা জানেন, এক সময় সিনেমা ছিল বাংলাদেশে বিনোদনের সবচেয়ে বড় একটি মাধ্যম। কিন্তু এমন একটা সময় এলো, যখন সিনেমা নিয়ে মানুষের খারাপ ধারণা তৈরি হলো ও নির্মাণের মান খারাপ হলো। ঠিক তখনই আমি পেছনে চলে গেলাম। কারণ আমি সবসময় চেয়েছি মানুষের কাছে সুন্দর কিছু উপস্থাপন করতে। চিন্তা ছিল সুন্দর ও ভালো কাজ উপহার দেওয়ার।’

সিনেমায় ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘এখনো যে ভালো কিছু উপহার দেওয়ার ইচ্ছা নেই, বিষয়টি তা নয়। সামনে ভালো কিছু এলে চিন্তাভাবনা করবো। তবে জানি না সেটা কখন। অপেক্ষায় থাকতে হবে।'

শাকিল খানের স্ত্রী শারমিন হোসেন একজন নারী উদ্যোক্তা। তার একটি বুটিক হাউজ রয়েছে। ক্রেতাদের অনুরোধে আজ ২২ ফেব্রুয়ারি স্বামীকে তিনি তার ব্যবসায়িক ফেসবুক পেজ থেকে লাইভে আসেন। এসময় এসব কথা বলেন শাকিল খান। 

সোহানুর রহমান সোহানের ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন শাকিল খান। এতে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা পপি। সিনেমাটি বেশ দর্শকপ্রিয়তা লাভ করে। এরপর নার্গিস আক্তারের পরিচালনা ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায়  ‘অবুঝ বউ’, মতিন রহমানের পরিচালনায় ও এ এস মুভিজের প্রযোজনায় ‘তোমাকেই খুজছি’, ইলিয়াস কাঞ্চন পরিচালিত ও সন্ধানী কথাচিত্র প্রযোজিত ‘বাবা আমার বাবা’, রুবেল পরিচালিত ও নীলা ফিল্মস প্রযোজিত ‘রক্ত পিপাসা’, কাজী হায়াৎ পরিচালিত ও অমি বনি কথাচিত্র প্রযোজিত ‘কষ্ট’, মনতাজুর রহমান আকবর পরিচালিত ও এস এম ফিল্মস প্রযোজিত ‘মগের মুল্লুক’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন শাকিল খান।

ঢাকা/রাহাত সাইফুল/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়