ঢাকা     সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

সীতা রূপে দেখা দিলেন আলিয়া

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ১৫ মার্চ ২০২১   আপডেট: ১৭:৩৫, ১৫ মার্চ ২০২১
সীতা রূপে দেখা দিলেন আলিয়া

‘ট্রিপল আর’ সিনেমায় আলিয়া ভাটের লুক

এস এস রাজামৌলি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এ সিনেমায় সীতা চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট। আজ (১৫ মার্চ) এ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে সীতা রূপে দেখা দিলেন তিনি।

পরিচালক এস এস রাজামৌলি সোমবার (১৫ মার্চ) দুপুরে আলিয়ার ফার্স্ট লুক প্রকাশ করেছেন তার টুইটারে। আলিয়া ভাটও লুকটি তার টুইটারে শেয়ার করেছেন। এতে দেখা যায়, সাজানো ফুলের সাজির সামনে বসে আছেন আনমনা আলিয়া। তার চারিদিকে প্রদীপ জ্বলছে। সীতা রূপী আলিয়ার পরনে সোনালি পাড় সবুজ শাড়ি, লাল ব্লাউজ, আলগা করে বিনুনি বাঁধা চুল, কপালে মাংগ টিকা, কানে ঝুমকো আর গলায় হার।

কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এতে রাম চরণের বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস প্রমুখ।

আরো পড়ুন:

৪৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা প্রযোজনা করছে ডিভিভি নায়া। আগামী ১৩ অক্টোবর মুক্তি পাবে তেলেগু ভাষার এ সিনেমা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়