ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রেমের গুঞ্জন উসকে দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০০, ২৬ মার্চ ২০২১   আপডেট: ১১:৩৪, ২৬ মার্চ ২০২১
প্রেমের গুঞ্জন উসকে দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী

বলিউড অভিনেতা হৃতিক রোশানের প্রাক্তন স্ত্রী সুজান খান। বেশ কিছুদিন ধরে টিভি অভিনেতা আর্সলান গোনির সঙ্গে তার প্রেমের গুঞ্জন উড়ছে। এবার সেই গুঞ্জন উসকে দিলেন এই ফ্যাশন ও ইন্টোরিয়র ডিজাইনার।

সম্প্রতি একটি পার্টিতে আবারো একসঙ্গে দেখা গেছে সুজান ও আর্সলানকে। এছাড়া এই পার্টিতে হাজির হয়েছিলেন একতা কাপুর, আনুশকা রঞ্জন, ক্রিস্টাল ডিসুজা, রিধি দগরা প্রমুখ। যদিও প্রেমের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সুজান-আর্সলান।

আরো পড়ুন:

আর্সলান পেশায় অভিনেতা। অল্ট বালাজির ‘ম্যায় হিরো বোল রাহা হু’ ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

এর আগে পিংকভিলা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ছয় মাসের বেশি সময় ধরে সুজানের সঙ্গে আর্সলানের পরিচয়। টেলিভিশন জগতের এক বন্ধুর মাধ্যমে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। টিভি জগতে তাদের বন্ধুদের সঙ্গে প্রায়ই ঘুরতে যান আর্সলান ও সুজান।

এদিকে হৃতিক ও সুজান ২০০০ সালের ২০ ডিসেম্বর বিয়ে করেন। তাদের দুই ছেলে। ২০০৬ সালে হৃহান এবং ২০০৮ সালে হৃদানের জন্ম হয়। কিন্তু ২০১৩ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন হৃতিক-সুজান। ২০১৪ সালে আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আলাদা থাকলেও প্রায়ই সন্তানদের সঙ্গে সময় কাটান তারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়