ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বেঈমান’ বলায় ক্ষেপে গেলেন রুদ্রনীল (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৩০ মার্চ ২০২১   আপডেট: ১৭:১১, ৩০ মার্চ ২০২১

কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসন থেকে লড়ছেন তিনি। নিয়মিত নির্বাচনি প্রচারে অংশ নিচ্ছেন।

এদিকে ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে সাক্ষাৎকার দিয়েছেন রুদ্রনীল। এ সময় তাকে বলা হয়, মমতা ব‌্যানার্জি আপনাকে বিশ্বাস করতেন। কিন্তু আপনি তার সঙ্গে ‘বেঈমানী’ করেছেন! এ প্রশ্ন শুনেই ক্ষেপে যান রুদ্রনীল। জবাবে বলেন, ‘মমতা ব‌্যানার্জি সারা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বেঈমানী করেছেন, সে কথা কেউ কেন বলছেন না? চাকরি-বাকরি থেকে প্রতিটি সেক্টরে মানুষকে ধর্ণা দিতে হচ্ছে। চাকরি চাইতে গিয়ে লোক মারা যাচ্ছে!’

আরো পড়ুন:

এক সময় তৃণমূলের রাজনীতি করেছেন রুদ্রনীল। তা উল্লেখ করে এ অভিনেতাকে প্রশ্ন করা হয়, তবে আপনি এসবের প্রতিবাদ করেননি কেন? প্রশ্ন শুনেই উত্তেজিত হয়ে যান রুদ্রনীল। তিনি বলেন, ‘কে প্রতিবাদ করেনি? আমি ২০১৪ সালে এসব বিষয় নিয়ে চিৎকার করে প্রতিবাদ করেছি। কোনো লাভ হয়নি। মুখ‌্যমন্ত্রী সাপ-ব‌্যাঙের মুখে চুমু খেলে এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না।’

এক সময় বামদলের রাজনীতি করতেন রুদ্রনীল। সেই দলও ত্যাগ করেছেন। কারণ ব্যাখ্যা করে এই অভিনেতা আরেকটি সাক্ষাৎকারে বলেন—‘আমি ছোটবেলা থেকেই রাজনীতি করি। অন্য কেউ বিশ্বাস না করলেও আমি পরিষ্কার বিশ্বাস করি, রাজনীতি মানে হচ্ছে সমাজ সেবা। ছোটবেলা থেকেই বামপন্থা বিশ্বাস করতাম। কারণ তারা গরিব মানুষের কথা বলে। কিন্তু তারা দীর্ঘ দিন শুধু সোভিয়েত ইউনিয়ন, কিউবা, ভিয়েতনাম নিয়েই কথা বলে যাচ্ছে। যে আদর্শের কথা বলে তারা আমাদের টেনে এনেছিল, সেই আদর্শ থেকে তারা নিজেরাই চ্যুত হয়ে গেছে।’

এর আগে ভবানীপুর আসন থেকে নির্বাচন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার নন্দীগ্রাম আসন থেকে লড়ছেন তিনি। এবার ভবানীপুর আসন থেকে নির্বাচন করলে মমতা হেরে যেতেন কিনা? জবাবে রুদ্রনীল বলেন, ‘এরকম বিচক্ষণ একজন রাজনীতিক তার আঁতুর ঘর ছেড়ে দিলেন। যেখানে ২০১৯ সালে তার অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তার নিজের ওয়ার্ডে তৃণমূল হেরে গিয়েছিল তা তিনি নিজেই দেখেছেন।’

রুদ্রনীলের মতো টলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী বিজেপিতে যোগ দিয়েছেন। এ তালিকায় রয়েছেন— শ্রাবন্তী চ্যাটার্জি, যশ দাশগুপ্ত, মিঠুন চক্রবর্তী, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তীর মতো তারকারা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়