ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোথায় হারালেন ‘ও বন্ধু লাল গোলাপি’ খ‌্যাত কণ্ঠশিল্পী শরীফ?

প্রকাশিত: ১৬:৩২, ১ এপ্রিল ২০২১  
কোথায় হারালেন ‘ও বন্ধু লাল গোলাপি’ খ‌্যাত কণ্ঠশিল্পী শরীফ?

 

‘একটু দাঁড়াও মায়রে দেখি’, ‘ও বন্ধু লাল গোলাপি’, ‘বোরকা পরা মেয়ে পাগল করেছে’—এমন অনেক শ্রোতাপ্রিয় গান গেয়ে ভক্তদের মন মাতিয়েছেন কণ্ঠশিল্পী শরীফ উদ্দিন। এক সময় গ্রাম-গঞ্জে, রাস্তার মোড়ের দোকানে অহরহ শোনা যেত শরীফ উদ্দিনের গান। কিন্তু দীর্ঘদিন ধরে সুরের ভুবন থেকে উধাও এই শিল্পী। বাজারে নেই তার নতুন কোনো গান। কোথায় হারালেন শরীফ? এমন প্রশ্ন লাখো ভক্তের।

কেউ কেউ বলছেন, ‘শরীফ উদ্দিন বিদেশ চলে গেছেন।’ আবার কেউ বলছেন, ‘শরীফ উদ্দিন বেঁচে নেই।’ এমন নানারকম মন্তব্য করছেন তার ভক্তরা। তবে শরীফ উদ্দিন বেঁচে আছেন এবং বাংলাদেশেই রয়েছেন। শুধু তাই নয়, পুনরায় গানে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন এই শিল্পী।

গান থেকে দূরে থাকার কারণ ব‌্যাখ‌্যা করে শরীফ উদ্দিন বলেন—‘তরঙ্গ দাদা(শুভ্রত) হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমার আর গান করা হচ্ছে না। দাদা সুস্থ হয়ে উঠলে আমি আবার গান শুরু করব। আমি গান করতে খুব ইচ্ছুক। কেউ আমাকে নিয়ে গান করতে চাইলে আমি গান করব।’

বর্তমানে শরীফ উদ্দিন তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থান করছেন। সেখানে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েকে নিয়ে বসবাস করছেন তিনি। শরীফ উদ্দিন মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) পাশ করে গানে মনোযোগী হন। গানের শিল্পী না হলে মাওলানা হতেন বলেন জানান শরীফ।

মাদ্রাসায় পড়াশোনা করেও কীভাবে গানের সঙ্গে জড়ালেন? এ প্রশ্নের উত্তরে শরীফ উদ্দিন বলেন, ‘‘মাদ্রাসায় পড়াকালীন আমি গজল করতাম। তখন ‘নবীর প্রেমে পাগল’ নামে গজলের একটি অ‌্যালবাম প্রকাশ করি। এটা শুনে বেতারগ্রহের মালিক আমাকে গান করার প্রস্তাব দেন। তিনি বলেন, ‘তুমিতো গান করতে পারো।’ আমি বললাম, হ্যাঁ করতে পারি তবে সেটা হতে হবে জিকিরের তালে তালে। এর পর ২০০০ সালে ‘প্রাণের মুর্শিদ’ নামে গানটি করি।’’

চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন শরীফ। শাকিব খান অভিনীত ‘তোমাকে বউ বানাবো’ সিনেমার একটি গানে কণ্ঠ দেন তিনি। সর্বশেষ শরীফের ‘বড় মায়া লা্গাইছে’ গানটি প্রকাশিত হয়। এর পর আর কোনো নতুন গানে দেখা যায়নি তাকে। ভক্তদের উদ্দেশ্যে শরীফ উদ্দিন বলেন, ‘আমার শ্রোতাদের কাছে দোয়া চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া্ করবেন। আমি যেন ভালো থাকতে পারি। আবার গানে ফিরতে পারি।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়