ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রুদ্রনীলের কাটা ঘায়ে নুনের ছিটা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫২, ৪ মে ২০২১   আপডেট: ১৩:৫৪, ৪ মে ২০২১
রুদ্রনীলের কাটা ঘায়ে নুনের ছিটা

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হেরে গেছেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। নির্বাচনের ফল ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন তিনি। তাতে বিরোধী দলকে অভিবাদন জানিয়ে নিজ আকাঙ্ক্ষার কথা ব‌্যক্ত করেন এই অভিনেতা।

সবকিছু ঠিকই ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলে যায় চিত্রপট। রুদ্রনীলের এই পোস্টে মন্তব‌্য করতে থাকেন নেটিজেনরা। যার সিংহভাগই আক্রমণাত্মক। ‘ধান্দাবাজ ভাঁড় একটা। চুপ করে বসে থাকো।’, ‘তবে কি আবার তৃণমূলে ফিরবেন?’, ‘আপনার সাতেপাঁচে মিলে বারোটা বাজল।’—কটাক্ষে ভরা এমন অসংখ‌্য মন্তব‌্য কমেন্ট বক্সে। এ পর্যন্ত মোট মন্তব‌্য পড়েছে ৩২ হাজার।

শুধু নেটিজেনরাই নন, অভিনেতা ভাস্বর বন্দ‌্যোপাধ‌্যায়ও ক্ষোভ উগড়েছেন। রুদ্রনীলকে ‘ধান্দাবাজ’ বলে আখ‌্যা দিয়েছেন ভাস্বর। বার বার দলবদল। সর্বশেষ বিজেপির হয়ে সদ‌্য নির্বাচনে পরাজয়। এসব যেন রুদ্রনীলের কাটা ঘায়ে নুনের ছিটা! তবে রুদ্রনীলের দাবি—‘এসব সমালোচনা তাকে ব্যক্তিগতভাবে স্পর্শ করতে পারে না।’

‘দলে থেকে কাজ করতে পারছিলাম না’—রুদ্রনীলের এই বক্তব্য এখন মানুষের মুখে মুখে। তবে শত বক্রোক্তি সত্ত্বেও নিজের সেই অবস্থানে অনড় রুদ্রনীল। তার ভাষায়—‘যেখানে ভালো লাগবে না, সেখানে থাকব না। যখন দেখেছিলাম, সাধারণ মানুষ যে কথা বলছেন বামপন্থী নেতারা তার থেকে অনেক দূরে, তখন দল ছেড়ে বেরিয়ে এসেছিলাম। তৃণমূলে এসে দেখলাম, দেদার চুরি-জোচ্চুরি। তাই সে দলও ছেড়েছি। চুরিকে সমর্থন করিনি বলে লোকের এত রাগ আমার উপর?’

অনেকের মনে প্রশ্ন রাজনৈতিক রুদ্রনীল এখন কী করবেন? উত্তরে রুদ্রনীল বলেন—‘এই অবস্থায় দল একটা গাইডলাইন ঠিক করে। সেই মতোই চলব। তার আগে আমার পক্ষে এ নিয়ে কথা বলা সম্ভব নয়।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়