ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুস্থদের খাবার দিলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৬ মে ২০২১   আপডেট: ১৯:২১, ৬ মে ২০২১
দুস্থদের খাবার দিলেন জ্যাকলিন

ভারতে করোনা মহামারি মোকাবিলায় নানাভাবে সাহায্যের হাত বাড়াচ্ছেন বলিউড তারকারা। এরই ধারাবাহিকতায় এবার খাবার বিতরণ করলেন জ্যাকলিন ফার্নান্দেজ।

এই অভিনেত্রী তার ‘ইউ অনলি লিভ ওয়ান্স’ ফাউন্ডেশনের মাধ্যমে মুম্বাইয়ের রাস্তায় দুস্থদের খাবার বিতরণ করেন। রোটি ব্যাংক ফাউন্ডেশনের মাধ্যমে যৌথ উদ্যোগে এটি করেছেন তিনি।

আরো পড়ুন:

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এর কিছু ছবি পোস্ট করেছেন জ্যাকলিন। ক্যাপশনে লিখেছেন, “মাদার তেরেসা একদা বলেছিলেন, ‘ক্ষুদার্তরা যখন খাবার পায় তখন থেকেই শান্তি শুরু হয়।’ মুম্বাইয়ের রোটি ব্যাংক ফাউন্ডেশনের কাজ দেখতে পেয়ে খুবই সম্মানিতবোধ করছি। এটি পরিচালনা করেন মুম্বাইয়ের সাবেক পুলিশ কমিশনার জনাব ডি শিবানন্দম। রোটি ব্যাংক এখন পর্যন্ত লাখ লাখ ক্ষুধার্ত মানুষের খাবার জুগিয়েছে। এমনকি এই মহামারির সময়েও। এই সময় তাদের সাহায্য করতে পেরে আমি গর্বিত। আমরা শুধু একবারই বাঁচি। চলুন অন্যকে সাহায্য করে এই জীবন মূল্যবান করি।”

জ্যাকলিনের পরবর্তী সিনেমা ‘ভূত পুলিশ’। এতে আরো অভিনয় করছেন সাইফ আলী খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতম। এছাড়া অক্ষয় কুমারের ‘রাম সেতু’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়