ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হলিউড সিনেমায় জ্যাকলিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৬ জানুয়ারি ২০২১   আপডেট: ১৪:৪০, ২৬ জানুয়ারি ২০২১
হলিউড সিনেমায় জ্যাকলিন

শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ। বলিউড সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছেন। এবার হলিউডে নাম লেখালেন এই অভিনেত্রী।

‘উইমেনস স্টোরিস’ নামে একটি অ্যান্থলজি সিনেমায় দেখা যাবে এই বলিউড ডিভাকে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ছয়জন নারী পরিচালক এই সিনেমা পরিচালনা করবেন। জ্যাকলিনের অংশটির নাম ‘শেয়ারিং অ্যা রাইড’। এটি পরিচালনা করবেন ‘পার্চড’ সিনেমাখ্যাত লীনা যাদব। রূপান্তকরকামী মডেল অঞ্জলি লামাকেও এতে দেখা যাবে। এমনটাই জানিয়েছে ডেডলাইন।

আরো পড়ুন:

অলাভজনক দাতব্য সংস্থা ‘উই ডু ইট টুগেদার’ ও ইরভোলিনো এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ‘উইমেনস স্টোরিজ’। লীনা যাদব ছাড়াও মারিয়া সোল টোগনাজ্জি, লুসিয়া পুয়েনজো, ক্যাথরিন হার্ডউইক নারীর জীবনের বিভিন্ন দিক নিয়ে এই সিনেমা পরিচালনার দায়িত্বে থাকবেন। শুধু তাই নয়, এতে কারা ডেলেভিঙ্গে, ইভা লংগোরিয়া, মার্গারিটা বাই, মার্সিয়া গে হার্ডেন এবং লিওনর ভারেলার মতো তারকাদের এই সিনেমায় দেখা যাবে।

খুব শিগগির ইতালি, যুক্তরাষ্ট্র ও ভারতের সিনেমাটির শুটিং শুরু হবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়