RisingBD Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৯ নভেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৫ ১৪২৭ ||  ১১ রবিউস সানি ১৪৪২

কর্মীকে গাড়ি উপহার দিলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৬, ২৭ অক্টোবর ২০২০   আপডেট: ১০:১৪, ২৮ অক্টোবর ২০২০
কর্মীকে গাড়ি উপহার দিলেন জ্যাকলিন

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। দুর্গাপূজা উপলক্ষে তার টিমের একজন কর্মীকে গাড়ি উপহার দিলেন এই অভিনেত্রী।

জ্যাকলিনের অভিনয় ক্যারিয়ারের শুরু থেকেই তার সঙ্গে আছেন এই কর্মী। সোমবার (২৬ অক্টোবর) শুটিং করছিলেন ‘কিক’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী। হঠাৎ সেটে গাড়িটি আসে এবং তিনি সেটি ওই কর্মীকে উপহার দিয়ে চমকে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে জ্যাকলিনের গাড়ি উপহার দেওয়ার দৃশ্যটি ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, তিনি ট্রাফিক পুলিশের পোশাক পরা আছেন। সেই কর্মীর হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছেন।

তবে স্টাফদের গাড়ি উপহার দেওয়ার এই বিষয়টি জ্যাকলিনের কাছে নতুন নয়। এর আগে তার মেকআপ আর্টিস্টকে গাড়ি উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

করোনার কারণে দীর্ঘ সাত মাস বিরতিতে থাকার পর গত সপ্তাহে শুটিং সেটে ফিরেছেন জ্যাকলিন। কিন্তু শুটিং শুরুর পর দু’জন ক্রু করোনা আক্রান্ত হন। যদিও এই অভিনেত্রীর কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়