Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৮ জুন ২০২১ ||  আষাঢ় ৬ ১৪২৮ ||  ০৬ জিলক্বদ ১৪৪২

ঈদের শুভেচ্ছা জানানোয় সোনমকে কটাক্ষ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১৪ মে ২০২১  
ঈদের শুভেচ্ছা জানানোয় সোনমকে কটাক্ষ

বলিউড অভিনেত্রী সোনম কাপুর। ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে কটাক্ষের শিকার হয়েছেন তিনি।

ঈদ উপলক্ষে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার প্রথম সিনেমা ‘সাওয়ারিয়া’র একটি গানের ভিডিও প্রকাশ করেন সোনম। ক্যাপশনে লেখেন, ‘আমার সমস্ত ভাই ও বোনদের ঈদ মোবারক।’

ঈদের শুভেচ্ছা জানানোর পর অনেকেই সোনমের প্রশংসা করেছেন। তবে এটি নিয়ে কটাক্ষও করেছেন এক অনুসারী। প্রশ্ন তুলেছেন—অর্থের বিনিময়ে কী পোস্টটি করেছেন সোনম?

অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনম। তারকা সন্তান হওয়ায় প্রায়ই কটূ কথা শুনতে হয় তাকে। এছাড়া বিভিন্ন বিষয়ে সোচ্চার থাকেন তিনি। সেজন্যও মন্দ কথা শুনতে হয় এই অভিনেত্রীকে।

যদিও নিন্দুকের কথায় কান দেন না সোনম। তবে এবার ক্ষিপ্ত হয়ে সঙ্গে সঙ্গে প্রোফাইলটিকে ব্লক করে দেন তিনি। শুধু তাই নয়, ব্লক করে দেওয়ার ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করে লেখেন, ‘শান্তি পেলাম!’

বর্তমানে স্বামীর সঙ্গে লন্ডনে অবস্থান করছেন সোনম। কিছুদিন আগে স্কটল্যান্ডে ‘ব্লাইন্ড’ সিনেমার করেছেন তিনি। সিনেমাটিতে একজন অন্ধ তরুণীর চরিত্রে দেখা যাবে সোনমকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়