ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অঙ্কুশের নায়িকা প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৯, ১৬ জুন ২০২১   আপডেট: ১২:৩২, ১৬ জুন ২০২১
অঙ্কুশের নায়িকা প্রিয়াঙ্কা

ভারতীয় বাংলা সিনেমার চিত্রনায়ক অঙ্কুশ হাজরা। প্রথম সারির অনেক নায়িকা তার সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। এ তালিকায় রয়েছেন—শ্রাবন্তী চ‌্যাটার্জি, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি, বাংলাদেশের মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া প্রমুখ। এবার তার নায়িকা হতে যাচ্ছেন টলিউডের আলোচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।

ভারতীয় একটি সংবাদমাধ‌্যম জানিয়েছে, নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করবেন রাজা চন্দ। এর তিনটি প্রধান চরিত্রে অভিনয় করবেন—প্রিয়াঙ্কা সরকার, অঙ্কুশ হাজরা ও টোটা রায় চৌধুরী। এতে একজন নবাগত অভিনেত্রীকে নেওয়া হবে। তবে এখনো চূড়ান্ত হয়নি।

আরো পড়ুন:

সিনেমার গল্প প্রসঙ্গে রাজা চন্দ বলেন—‘বহু যুগ ধরে চলে আসা কুসংস্কার এখনো সমাজে কীভাবে প্রোথিত রয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এ সিনেমার নায়ক। আর সেই বার্তা দিতেই এই সিনেমা।’

অ‌্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমায় কোন কুসংস্কারের কথা বলবেন তা জানাননি নির্মাতা। রাজা চন্দ প্রথমবার নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব সিরিজ। এর কাজ শেষ করে নতুন সিনেমার শুটিং শুরু করবেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়