ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অভিযোগ শুনে পরীমনি বললেন ‘তদন্ত হোক’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৭ জুন ২০২১   আপডেট: ১৮:৪৭, ১৭ জুন ২০২১
অভিযোগ শুনে পরীমনি বললেন ‘তদন্ত হোক’

বোট ক্লাবের অনাকাঙ্খিত ঘটনার রেশ কাটতে না-কাটতেই এবার অভিযোগ উঠেছে খোদ পরীমনির বিরুদ্ধেই। অল কমিউনিটি ক্লাবে পরীমনি ভাঙচুর করেছেন এই মর্মে অভিযোগ করা হয়েছে। তবে পরী বলছেন, ‘পুরোটাই সাজানো ঘটনা’।

ঘটনার ৮ দিন পর অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল গণমাধ্যমে বলেন, ‘গত ৭ জুন মধ্যরাতে ছেলে ও নারী সঙ্গীসহ ক্লাবটিতে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাঙচুর করেন পরীমনি। এ সময় পরী ও তার সঙ্গীরা ১৫টি গ্লাস, ৯টি অ্যাশট্রে এবং বেশ কিছু প্লেট ভেঙেছেন।’

আরো পড়ুন:

এ বিষয়ে পরীমনি বলেন, ‘ঘটনা যদি সত্যিই ৮ তারিখ হতো এবং আমি যদি অপরাধ করেই থাকতাম, তাহলে এতদিন ক্লাব কর্তৃপক্ষ কেন চুপ ছিলেন, কেনই-বা গণমাধ্যমে প্রকাশিত হলো না? এতেই বোঝা যায় এটি সাজানো এবং পরিকল্পিত।’ 

পরীমনি বর্তমানে শারীরিক ও মানসিকভাবে ভালো নেই উল্লেখ করে বলেন, ‘গত কয়েকদিন ধরেই নানা ধরনের চাপে আছি। এমন কিছু ব্লেইম করা হবে বলে মনে হচ্ছিল। অনেকেই আমাকে বিষয়টি বলেছেন। আমিও বিষয়টি আঁচ করতে পেরেছিলাম। সত্যি, এবার মনে হচ্ছে আমি ক্লান্ত। আর পারছি না!’

তবে এই নায়িকা বলেছেন তিনি উল্লেখিত তারিখে অল কমিউনিটি ক্লাবে গিয়েছিলেন। সেখানে ‘অপ্রীতিকর কিছু ঘটেনি’ জানিয়ে পরীমনি বলেন, ‘যদি এমন ঘটনা ঘটেই থাকে তাহলে তদন্ত করা হোক।’

গত ৯ জুন বোট ক্লাবে গিয়েছিলেন পরীমনি। সেখানে নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজন এই চিত্রনায়িকাকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টা করেন। এ ঘটনায় পরীমনির দায়ের করা মামলায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর অল কমিউনিটি ক্লাবের সভাপতি পরীমনির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগ করেন।  
 

ঢাকা/তারা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়