ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিনেমায় কাজ কমিয়ে দেবেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ১০ জুলাই ২০২১   আপডেট: ১৩:২৫, ১০ জুলাই ২০২১
সিনেমায় কাজ কমিয়ে দেবেন রজনীকান্ত

তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। বার্ষিক মেডিক্যাল চেকআপের জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। সম্প্রতি ভারতে ফিরেছেন তিনি।

এই অভিনেতার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছেন, বর্তমানে সুস্থ আছেন রজনীকান্ত। তবে চিকিৎসক তাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

আরো পড়ুন:

সূত্রটি বলেন, ‘কাজের বিষয়ে তাকে আরো সতর্ক থাকতে বলা হয়েছে। অতিরিক্ত কাজ না করার জন্য চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছেন। এছাড়া সঠিক খাদ্যাভাস ও ঘুমের নিয়ম কঠোরভাবে মানতে বলেছেন।’

তাহলে কী রজনীকান্ত কাজ কমিয়ে দেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, অনেকটা সেরকমই। তার পরিবার, স্ত্রী লতা এবং দুই মেয়ে রজনীর পরিশ্রমের ঘোর বিরোধী। তার হাতে বর্তমানে একটি সিনেমা। এটির শুটিংয়ের জন্য ১৫ দিনের মতো সময় লাগবে। তাই এ নিয়ে বেশি পরিশ্রম করতে হবে না। এছাড়া স্টান্টের বিষয়টি এখন রজনীর দ্বারা সম্ভব নয়। পুরোটাই বডি ডাবলের মাধ্যমে করতে হবে।’

বেশ কিছুদিন ধরেই শারীরিক নানা সমস্যায় ভুগছেন রজনীকান্ত। মাঝে তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। এছাড়া শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন কিংবদন্তি এই অভিনেতা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়