ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফিরোজা বেগমের নামে ডিজিটাল আর্কাইভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৯ জুলাই ২০২১   আপডেট: ১৬:০৩, ২৯ জুলাই ২০২১
ফিরোজা বেগমের নামে ডিজিটাল আর্কাইভ

প্রয়াত কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের গান ও জীবন নিয়ে তৈরি হলো ডিজিটাল আর্কাইভ। বুধবার (২৮ জুলাই) এই শিল্পীর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে উদ্বোধন করা হয় আর্কাইভটির।

www.ferozabegum.com নামে এই ডিজিটাল আর্কাইভে থাকছে—তার সংগীত, সাক্ষাৎকার, তাকে নিয়ে প্রতিবেদনসহ দুর্লভ সব সংগ্রহ। ফিরোজা বেগমকে নিয়ে এই আর্কাইভ তৈরি করেছে এসিআই ফাউন্ডেশন।

অনুষ্ঠানের শুরুতে মা ফিরোজা বেগমকে নিয়ে স্মৃতিচারণা করেন সংগীতশিল্পী শাফিন আহমেদ। তিনি বলেন, ‘মা ছিলেন পরিপূর্ণ শিল্পী। ফিরোজা বেগমের কণ্ঠে নজরুলসংগীত এক ভিন্নমাত্রা অর্জন করেছিল। তার গান শুনে নজরুলের চেতনাকে ছুঁতে পারতেন শ্রোতারা।’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন—‘ফিরোজা বেগম নজরুল–দর্শনকে শুধু আত্মস্থই করেননি, প্রচারও করেছেন। সারা বিশ্বে নজরুলের গানকে ছড়িয়ে দিয়েছেন। এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। সংশ্লিষ্টদের ধন‌্যবাদ জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, ফেলছি। ফিরোজা আপার মতো অসাধারণ শিল্পীর গান যদি হারিয়ে যায়, তাহলে সেটি খুব দুঃখজনক হবে। কাজটি যারা হাতে নিয়েছেন, তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

এ অনুষ্ঠানে আরো অংশ নেন শিল্পী মুস্তাফা মনোয়ার, সংগীতশিল্পী ফেরদৌসী রহমান, শিল্পী অনুপ ঘোষাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আরো অংশ নেন দুই বাংলার সংগীতশিল্পীসহ ফিরোজা বেগমের সুহৃদেরা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়