Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ২১ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৬ ১৪২৮ ||  ১২ সফর ১৪৪৩

ফের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পরীমনি

প্রকাশিত: ১৩:৫৫, ১ আগস্ট ২০২১   আপডেট: ১৬:৫৩, ১ আগস্ট ২০২১
ফের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে পরীমনি

অনেকবারই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন গ্ল্যামার কন‌্যা পরীমনি। আবারো সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ালেন এই অভিনেত্রী।

সম্প্রতি ‘হোপ ফর চেঞ্জ ফাউন্ডেশন’-এর মাধ্যমে রাজধানীর শ্যামলী, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় সুবিধাবঞ্চিত অন্তত পাঁচশত শিশুদের সহযোগিতা করেছেন তিনি।

সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রশিম বলেন, ‘আমাদের সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরীমনি আপু পাঁচশত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি এও বলেছেন, প্রয়োজনে আবারো সহযোগিতা করবেন তিনি।’

পরীমনি এখন ‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। চলতি মাসে এ সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হবে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়