Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৯ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১৪ ১৪২৮ ||  ১৯ সফর ১৪৪৩

ওষুধ ফুরিয়ে যাওয়ায় বিপাকে পরীমনি

প্রকাশিত: ১৪:০১, ৪ আগস্ট ২০২১   আপডেট: ১৭:০৯, ৪ আগস্ট ২০২১
ওষুধ ফুরিয়ে যাওয়ায় বিপাকে পরীমনি

অনেকদিন ধরেই ভার্টিগো রোগে ভুগছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমনি। কিন্তু ওষুধ শেষ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান এই অভিনেত্রী।

কয়েক মাস আগে ভারতে গিয়ে চিকিৎসা নিয়েছেন পরীমনি। বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। শারীরিক অবস্থার কথা জানিয়ে পরীমনি বলেন, ‘অনেকদিন ধরেই আমার এই সমস্যা। নিয়মিত ওষুধ নিতে হয়। কিছুদিন হলো ওষুধ ফুরিয়ে গেছে। কিন্তু ঢাকায় কোথাও পাচ্ছি না। ওষুধটি ভারত থেকে আনার জন‌্য অর্ডার করেছি কিন্তু আসতে লেট হচ্ছে। তাই অসুখটা বেড়েছে।’

আজ চিকিৎসকের কাছে যাবেন পরীমনি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আজ ডাক্তারের কাছে যাব৷ ডাক্তারের পরামর্শ নেব। করোনা, লকডাউনের কারণে ভারতেও যেতে পারছি না। সবাই আমার জন্য দোয়া করবেন।’

‘প্রীতিলতা’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন পরীমনি। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার। তার জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে চলচ্চিত্রটি। এর নাম ভূমিকায় দেখা যাবে পরীমনিকে। গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও সংলাপে এটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। চলতি মাসে এ সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ