ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহিদ-মীরার ৬৪ কোটি টাকার বাড়ির একঝলক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৯ আগস্ট ২০২১   আপডেট: ১৮:১৫, ৯ আগস্ট ২০২১
শহিদ-মীরার ৬৪ কোটি টাকার বাড়ির একঝলক

বলিউড অভিনেতা শহিদ কাপুর ভালোবেসে মীরা রাজপুতের সঙ্গে ঘর বেঁধেছেন। তার ঘর আলো করে এসেছে এক কন‌্যা ও এক পুত্র। ২০১৮ সালে এই দম্পতি মুম্বাইয়ের বান্দ্রায় ৫৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৩ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা) মূল‌্যে একটি বাড়ি কিনেন। তারপর কয়েক বছর কেটে গেলেও নতুন বাড়িতে এখনো উঠেননি তারা।

মীরা রাজপুত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ডুপ্লেক্স এই বাড়ির ফ্লোরে টাইলস বসানোর কাজ চলছে। মীরা রাজপুত লিভিং রুমসহ কয়েকটি রুম দেখান। পাশাপাশি বেলকনি থেকে বাইরের মনোমুগ্ধকর দৃশ‌্য দেখা যায়। গত জুলাইয়ে মীরা একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, বেলকনিতে দাঁড়িয়ে আছেন মীরা। এর আগেও বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে।

আরো পড়ুন:

শহিদ-মীরার নতুন এ বাড়ি ৪২-৪৩তলায় অবস্থিত। তবে কবে নাগাদন নতুন বাড়িতে উঠবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

জুহুতে অবস্থিত বাড়িতে বর্তমানে বসবাস করছেন শহিদ-মীরা। ইকোনোমিক্স টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ বাড়ি ৩০ কোটি রুপি মূল‌্যে কিনেছিলেন শহিদ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়