ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গবন্ধু স্মরণে নতুন আয়োজনে ‘যদি রাত পোহালে শোনা যেত’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১৩ আগস্ট ২০২১   আপডেট: ১৯:১৯, ১৩ আগস্ট ২০২১
বঙ্গবন্ধু স্মরণে নতুন আয়োজনে ‘যদি রাত পোহালে শোনা যেত’

বঙ্গবন্ধুর জন্মদিন, মৃত্যুবার্ষিকীতে অলিগলি-রাজপথ কিংবা মানুষের বাড়িতে বেজে ওঠে ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’। এ গানের গীতিকার হাসান মতিউর রহমান, সুরকার মলয় কুমার গাঙ্গুলী। জাতীয় শোক দিবস উপলক্ষে নতুন সংগীতায়োজনে পুনরায় তৈরি করা হয়েছে গানটি।

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টায় গানটির প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ (এমপি) তার নিজ বাসভবনে এই গানের মোড়ক উন্মোচন করেন। করোনা সংকটের কারণে খুব স্বল্প পরিসরে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

খ্যাতিমান গীতিকার হাসান মতিউর রহমানের কথায়, প্রখ্যাত সুরকার মলয় কুমার গাঙ্গুলীর সুরে সময়োপযোগী সংগীতায়োজনে গানটি পুননির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্দেশনা দিয়েছেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।

টি এম প্রোডাকসন্স ও টিএম রেকর্ডসের যৌথ আয়োজনে নির্মিত গানটিতে কণ্ঠ দিয়েছেন—ঐশী, লুইপা, দোলা, আনিকা, ডোরা, আর্নিক, রেশমী, তাসফি, সিঁথি সাহা, পূজা, হৈমন্তি, পুতুল, ঝিলিক, কর্ণিয়া ও কৌশিক হোসেন তাপস।

গানটির নতুন সংস্করণ দেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘গানবাংলা টেলিভিশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। টেলিভিশনটি শুরু থেকেই মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তাদের দায়বদ্ধতার পরিচয় দিয়ে চলেছে। এ টেলিভিশন নিয়ে শুরুতে যে সংশয় ছিল, তা তারা ভালোভাবেই উৎরে গেছে। বরং গান বাংলার প্রচার মান নিয়ে এখন শুধু দেশেই নয়, দেশের বাইরেও আমি অনেক প্রশংসা শুনি। এতে নিজেও গর্ববোধ করি।’

গানটির পুননির্মাণ প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের একটি বিষয়। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এটি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রিয় একটি গান। আমি চেষ্টা করেছি একটু ব্যতিক্রমী ও সময়োপযোগী সংগীতায়োজনে গানটিতে যতটুকু সম্ভব ভিন্ন মাত্রা যুক্ত করতে। আমি যথাসাধ্য চেষ্টা করেছি যেন নতুন সংগীতায়োজনের মাধ্যমে বর্তমান এবং আগামী প্রজন্মকে গানটির সঙ্গে আরো ব্যাপকভাবে সংযুক্ত করা যায়।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়