ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাই পল্লবীর নতুন মিশন!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ২০ আগস্ট ২০২১   আপডেট: ০৮:৩৯, ২০ আগস্ট ২০২১
সাই পল্লবীর নতুন মিশন!

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অনেকেই আছেন। সাই পল্লবী সেই তালিকায় ব্যতিক্রম একটি নাম। বলা হয়, এই অভিনেত্রী সাধারণ হয়েও অসাধারণ! অভিনয় গুণে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষার সিনেমায় অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন এই অভিনেত্রী। এবার নাম লেখাতে যাচ্ছেন কন্নড় ভাষার চলচ্চিত্রে।

‘এসিটি-১৯৭৮’ খ‌্যাত নির্মাতা মনসুরে কর্ণাটকের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণের জন‌্য পুরো মনোযোগ দিয়েছেন। সিনেমাটিতে অভিনয়ের জন‌্য সাই পল্লবীকে প্রস্তাব দিয়েছেন এই নির্মাতা। এ সিনেমার বিষয়বস্তু জেনে আগ্রহী হয়েছেন সাই পল্লবী। এখনো চূড়ান্ত সম্মতি না দিলেও চিত্রনাট‌্যর জন‌্য অপেক্ষা করছেন তিনি। বাস্তবধর্মী করে চিত্রনাট‌্য রচনার কাজ করছেন নির্মাতা।

গত ১৫ আগস্ট জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মনসুরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার স্ত্রীর নাম আখিলা। আর এজন‌্য চিত্রনাট‌্য রচনার কাজ থেকে কিছুদিনের জন‌্য বিরতি নিয়েছেন। খুব শিগগির কাজে ফিরবেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

সাই পল্লবী অভিনীত প্রেক্ষাগৃহে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এনজিকে’। কিছুদিন আগে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’, ‘বিরতা পারভাম ১৯৯২’ ও ‘শ‌্যাম সিং রায়’ সিনেমার কাজ শেষ করেছেন এই অভিনেত্রী।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়